সারাদেশ
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার দুপুরে খাগড়াছড়ি বানৌক গেস্ট হাউজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
আল-মামুন,খাগড়াছড়ি
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার দুপুরে খাগড়াছড়ি বানৌক গেস্ট হাউজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত জেলা কমিটির সভাপতি মার্টিন সুনী ত্রিপুরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ফেলোশিপের সাধারণ সম্পাদক দামিনী ত্রিপুরা, সেন্ট প্যাট্রিক ক্যাথলিক গির্জার ফাদার জয়, কমিটির সিনিয়র সহ-সভাপতি নীল পদ চাকমা এবং সহ-সভাপতি সুনীল বরন চাকমাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি সংগঠন মানেই ঐক্যবদ্ধ শক্তি। সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ, দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা সংগঠনের কার্যক্রম, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে নানা দিক তুলে ধরেন।
সভা শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন মার্টিন সুনী ত্রিপুরা, সাধারণ সম্পাদক আত্মরূপ চাকমা এবং সাংগঠনিক সম্পাদক বরন চাকমা।
১৯৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর