সর্বশেষ

আইন-আদালত

চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল আদায় এক মাসের জন্য স্থগিত 

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায়ের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পর বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালত একইসঙ্গে কেন বন্দরের নতুন মাশুল সংক্রান্ত প্রজ্ঞাপন ও সার্কুলার অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর বন্দর সেবার নতুন মাশুল নির্ধারণ করে গেজেট প্রকাশ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন সেবার মাশুল গড়ে ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। সবচেয়ে বেশি বাড়ানো হয় কনটেইনার পরিবহনের মাশুল।

পরে ৩০ সেপ্টেম্বর এক সার্কুলারে জানানো হয়, ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হবে।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠন হাইকোর্টে রিট দায়ের করে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন