বিবিসি'র মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধানের পদত্যাগ
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি বিবিসির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘প্যানোরামা’–র তথ্যচিত্র ঘিরে পক্ষপাতের অভিযোগের পর পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও এএফপি-এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে ঘিরে নির্মিত ‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স?’ শিরোনামের তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে বিতর্কের জেরে রোববার তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে টিম ডেভি স্বীকার করেন, তথ্যচিত্রটিতে কিছু ভুল হয়েছে, মহাপরিচালক হিসেবে এর দায়ভার আমার। অন্যদিকে ডেবোরাহ টারনেস বলেন, এই ঘটনার চূড়ান্ত দায়ভার আমার।
বিতর্কের সূত্রপাত হয় যখন টেলিগ্রাম পত্রিকার এক প্রতিবেদনে ফাঁস হওয়া বিবিসির একটি অভ্যন্তরীণ মেমোতে দাবি করা হয়, ডকুমেন্টারিতে ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় সমর্থকদের উসকে দিয়েছিলেন।
ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিবিসিকে 'ভুয়া সংবাদমাধ্যম' ও 'প্রোপাগান্ডা মেশিন' বলে অভিহিত করেন।
বিতর্কের পর যুক্তরাজ্যের সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যম মন্ত্রী লিসা নন্দী বলেন, প্যানোরামা নিয়ে উদ্ভূত পরিস্থিতি বেশ গুরুতর। বিবিসির সংবাদ পরিবেশনে নিয়মতান্ত্রিক পক্ষপাতের অভিযোগ গভীর উদ্বেগের বিষয়।
উল্লেখ্য, তথ্যচিত্রটি ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে ২৮ অক্টোবর সম্প্রচারিত হয়। এটি নির্মাণ করে প্রযোজনা প্রতিষ্ঠান অক্টোবর ফিল্মস লিমিটেড।
১০৫ বার পড়া হয়েছে