সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে বাচ্চু মোল্লার নেতৃত্বে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার থানামোড় এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হাজারো নারী-পুরুষ নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

বক্তব্যে বাচ্চু মোল্লা বলেন, জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে দেশের অরাজকতা ও অনিশ্চয়তার অবসান ঘটে- শুরু হয় এক নতুন যাত্রার। এদিন রাজধানীসহ সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসে, উদযাপন করে সেই ঐতিহাসিক মুহূর্ত; যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, এই দিনটি আগে সরকারি ছুটির দিন ছিল, কিন্তু বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এসে তা বাতিল করেছে- যা জাতির ইতিহাস বিকৃতির অংশ।

নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। তাই নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করবেন না। বিশৃঙ্খলা করে তৃতীয় পক্ষকে সুযোগ করে দেবেন না। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করুন। আমরা জনগণের ভোটে বিজয়ী হয়ে এই আসনটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার দিতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুজ্জামান শামীম, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন