সাতক্ষীরায় বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৪:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে সাতক্ষীরায় দুই দলের পৃথক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের সঙ্গীতা মোড় এবং হাটের মোড় থেকে বের হওয়া র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এক গ্রুপ খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অপর দল শহরের হাটের মোড় এলাকায় সমাবেশ করে। র্যালি ও সমাবেশে এক গ্রুপের নেতৃত্ব দেন সাবেক জেলা যুবদল প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, আর অপর দলের নেতৃত্ব দেন সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল।
হাফিজুর রহমান মুকুলের দল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতা ও কর্মী, যেমন মাসুম বিল্লাহ শাহীন, শাহ কামরুজ্জামান, শফিকুল আলম বাবু, মোহাম্মদ ফরিদ উদ্দীন, আলিমুজ্জামান আলীম, শেখ সেলিম, মনিরুজ্জামান প্রিন্স ও মোস্তফা হোসেন মন্টু।
বক্তারা বলেন, সাতক্ষীরার যুবদল বর্তমানে সুসংগঠিত এবং দলের সর্বোচ্চ অভিভাবক দেশনায়ক তারেক রহমান। তারা সকল নেতাকর্মীদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
১১৪ বার পড়া হয়েছে