সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হিরা যশোর জেলার বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের একটি বেসরকারি পোশাক বিপণি প্রতিষ্ঠান ‘অ্যাডলিব’–এ কর্মরত ছিলেন এবং এক মাস আগে পলাশপোল এলাকার একটি বাসায় ভাড়া উঠেছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায়, খবর পেয়ে তারা বিকেলে বাসায় গিয়ে দরজা ভেঙে হিরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ জানান, “হিরা এক মাস আগে আমার বাসায় উঠেছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। তার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান থেকেই জানা যাবে।”

প্রতিবেশী আছিয়া খাতুন বলেন, “শুনলাম মেয়েটা গলায় ফাঁস দিয়েছে। আমি এসে দেখি পুলিশ এসে গেছে। পরে তারা আমাকে মরদেহ নামাতে সাহায্য করতে বলে।”

তাসলিমার ভাবি জানান, “চাকরির কারণে হিরা সাতক্ষীরায় থাকত। এর আগে সে নাভারণে ছিল। আমরা যশোর থেকে খবর পেয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা দিয়েছি।”

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “হিরা আমাদের স্টাফ ছিল। আজ তার ছুটি ছিল। সকালে বলেছিল যশোর যাবে, তাই আমরা যোগাযোগ করিনি। বিকেলে বাড়ির মালিক খবর দিলে বিষয়টি জানতে পারি। আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।”

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন