রাজশাহীর গোদাগাড়ীতে স্বর্ণবারসহ পাচারকারী গ্রেফতার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে ভারতে সোনা পাচারের সময় মো. মোশারফ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার হাটপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯৪.১৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ৮১ হাজার টাকা।
গ্রেফতার মোশারফ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলী ইউনিয়নের বকচর গ্রামের মো. নাইমুল ইসলামের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশারফ পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি সোনার বারের কাটা অংশ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ স্বীকার করেন, তিনি পলাতক ডাবলু, জাহিদসহ আরও কয়েকজনের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে সোনা সংগ্রহ করে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন।
মোশারফের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এটি একটি আন্তর্জাতিক সোনা পাচারচক্রের অংশ হতে পারে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে