সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়া নদীতে অভিযানে হামলায় আহত ২, কারাদণ্ড ৩ জেলের 

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিন জেলেকে আটক করে তাৎক্ষণিকভাবে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মমিনপুর নদী এলাকায়। অভিযানে অংশ নেওয়া সদস্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের আবদুর রাজ্জাক (৫৫) ও স্পিডবোট চালক মো. রুবেল (৩৫) আহত হন।

উপজেলা মৎস্য দপ্তরের সূত্র জানায়, চলতি বছরের ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষিত হওয়ায় নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ উপলক্ষে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। তবে গতকাল এক অভিযানের সময় কয়েকজন জেলে সরকারি দলটির ওপর হামলা চালায়।

ঘটনার পর তিন জেলেকে আটক করা হয়। তারা হলেন—উপজেলার কেশবপুর গ্রামের মো. জসিম আকন (৩৮), অসীম আকন (৪০) এবং মো. রেজাউল আকন (৪৫)। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন