আমায় খুঁজো না

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
এ মনের গভীরতা মাপতে যেয়ো না
আকাশের বিশালতা সবাই বুঝে না
সমুদ্রের ঢেউ গুনতে যেয়ো না
কূল তুমি পাবে না
আমায় খুজিও না
আমায় খুঁজে পাবে না।
সূর্যের তীব্রতা মাপতে যেয়ো না
অবিরত বর্ষণে ভিজতে যেয়ো না
বুঝতে না পারলে ভালোবেসো না
তীব্র আকাঙ্ক্ষায় কাছে ডেকো না
আমায় তুমি কাছে পাবে না
চাইলেও তুমি খুঁজে পাবে না।
আমার তুমি কখনোই হবে না
বুঝবে না তুমি কখনোই ছিলে না
বুঝতে কি পারছো আমার হবে না
আমায় তুমি খুঁজে পাবে না
কখনই তুমি আমার হবে না।।
হারিয়ে যাবো
যতদূর চোখ যায় ভরা জোছনায়
তোমাকেই ভালোবাসি হিমেল হাওয়ায়
ডুবে যাই গভীরতায়, সমুদ্রের মায়ায়
যেনো স্বপ্নীল আকাশে উড়ি অস্পৃশ্য ছায়ায়।
কোলাহল থেকে দূরে
যন্ত্রণা থেকে যাই সরে
জীবনের আলাপন প্রাণ ভরে
তোমাকেই শুধু মনে পড়ে।
হারিয়ে যাবো তোমায় নিয়ে
যান্ত্রিকতার জাল ছিন্য করে
নেমে আসবো পাহাড় হতে ঝর্না হয়ে
যাবো মোরা প্রকৃতিতে মিলিয়ে।
জীবনের আলাপন প্রাণ ভরে
তোমাকেই শুধু মনে পড়ে।
হারিয়ে যাবো তোমায় নিয়ে ।
হারাবো অসীমে
আমার সহেনা যাতনা
অযাচিত প্রেম বেদনা
কেউ ভালোবাসে না
আমারে।।
কষ্ট সইতে পারি না
চিরকাল রইবো না
মনে জমা লাঞ্ছনা
পাওয়া তো হলো না
তোমারে।।
তেলে জলে মেশে না
ভালোবাসা ফুরোয় না
ভুলিতে আমি পারি না
তোমারে।।
আপন করে নিলাম
হতাশা আর গ্লানিকে।।
জীবনে এতো কষ্ট কেনো
দুঃখ আমার সঙ্গী মেনো
ছিলাম আমি তোমার জেনো
হারাবো অসীমে মানো।।
কেউ ভালোবাসে না, আমারে।।
পাওয়া তো হলো না, তোমারে।।
দিনগুলি মোর
দিনগুলি মোর অপলক দৃষ্টিতে তাকিয়ে
স্বপ্ন সাজিয়ে ,জীবন রাঙিয়ে
মাতাল করা ভুবন মাতিয়ে
রইলো না, সইলো না।।
দিনগুলি মোর কান্না ভেজা ঘাসে
ভোরের শিশির ছাড়িয়ে, দুঃখ মাড়িয়ে
তোমায় হারিয়ে
ভিজলো না, ডুবলো না।।
দিনগুলি মোর অপরূপ সাজে
মায়াবী চাহনিতে, ব্যাকুল আকুতিতে
তোমারই প্রতীক্ষাতে
মিশলো না, গাইলো না।।
দিনগুলি মোর তোমারই অপেক্ষায়
তোমারই ভালোবাসায়, মোহ মায়ায়
অলিখিত নিষেধাজ্ঞায়,
রইলো না, থাকলো না।।
দিনগুলি মোর।
(মঈনুল রনির চারটি কবিতা)
১৪৩ বার পড়া হয়েছে