আফগানিস্তানের কাছে লজ্জার হোয়াইটওয়াশ, বাংলাদেশ অলআউট মাত্র ৯৩ রানে

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করে আফগানরা ৯ উইকেটে তোলে ২৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৭.১ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলাফল—২০০ রানের বিশাল পরাজয়।
এ হারের মধ্য দিয়ে আফগানিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে।
আফগান ব্যাটিংয়ে নবি ঝড়, সাইফ হাসানের দুর্দান্ত স্পেল
ইনিংস উদ্বোধনে ইবরাহিম জাদরান (৯৫) ও রহমানউল্লাহ গুরবাজ (৪২) গড়ে দেন ৯৯ রানের দারুণ জুটি। এরপর সেদিকুল্লাহ আতালের সঙ্গে জাদরান যোগ করেন আরও ৭৪ রান। একপর্যায়ে স্কোরবোর্ডে ১ উইকেটে ১৭৩ রান থাকলেও হঠাৎই সাইফ হাসানের অফস্পিনে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান—২৫ বলের মধ্যে মাত্র ১৫ রানে হারায় ৪ উইকেট।
তবে শেষদিকে মোহাম্মদ নবি ঝড় তুলেন। মাত্র ৩৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ দুই ওভারে তার ব্যাট থেকে আসে ৩৮ রান, যার মধ্যে শেষ ওভারে হাসান মাহমুদের এক ওভারেই তিন চার ও এক ছক্কায় ১৯ রান।
বাংলাদেশ ব্যাটিং: ‘ফোন নম্বর’ ছাড়া কিছুই না!
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। একে একে উইকেট পতন হতে থাকে, যেন ড্রেসিংরুম আর উইকেটের মাঝে একটানা যাতায়াত! তরুণ পেসার বিলাল সামি তুলে নেন ক্যারিয়ারসেরা ৫ উইকেট (৫/২৯)। আর স্পিনে রশিদ খান ৩ ওভারে নেন ৩ উইকেট—তাও আবার তাওহিদ হৃদয়, সাইফ হাসান ও নুরুল হাসানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের।
বাংলাদেশের পক্ষে একমাত্র কিছুটা লড়াই করেন সাইফ হাসান। তিনি ৫৪ বলে করেন ৪৩ রান, হাঁকান ২টি চার ও ৩টি ছক্কা। কিন্তু বাকিরা যেন শুধুই পরিসংখ্যান পূরণের জন্য ব্যাট হাতে মাঠে নেমেছিলেন।
সাইফ হাসানকে বাদ দিলে, বাকি ১০ ব্যাটারের রান সংখ্যাগুলো পাশাপাশি বসালে একটি ‘ফোন নাম্বার’ তৈরি করা যেত—এমনই করুণ ছিল স্কোরলাইন।
১৪০ বার পড়া হয়েছে