সেঞ্চুরির দুয়ারে থেমে ইমাম ও সালমান, লাহোরে ৩৭৮ রানে গুটিয়ে গেল পাকিস্তান

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার পথে ছিল পাকিস্তান।
তবে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থেমে যান ইমাম উল হক ও সালমান আলি আগা—দুজনই ফিরেছেন ৯৩ রানে। ফলে স্বাগতিকদের ইনিংসে কোনো সেঞ্চুরিয়ান দেখা যায়নি।
দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল পাকিস্তানের ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে। ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান (৬২) ও সালমান আলি আগা (৫২)।
ষষ্ঠ উইকেটে তাদের ১৬৩ রানের দারুণ জুটি ভাঙে রিজওয়ানের বিদায়ে—৭৫ রানে থেমে যান এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর একপ্রান্তে লড়াই চালিয়ে গেলেও সঙ্গ পাননি সালমান। দ্রুতগতিতে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান যোগ করে ৩৭৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
শেষ ব্যাটার হিসেবে আউট হন সালমান আলি আগা। ১৪৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কায় ৯৩ রান করেন তিনি।
প্রোটিয়াদের হয়ে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি। ৩৫ ওভার বল করে ১১৭ রানে নেন ৬টি উইকেট।
১০৮ বার পড়া হয়েছে