সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. শেখ ফয়সাল বদলি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফয়সাল আহমেদকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুস সালাম। এর আগে মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আব্দুল হামিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "জনস্বার্থে" এ আদেশ জারি করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, ডা. ফয়সালের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ এবং একটি বেসরকারি হাসপাতাল পরিচালনার মতো অনিয়ম। বায়োমেট্রিক হাজিরা রেকর্ড অনুযায়ী, গত তিন মাসে তিনি প্রায় ৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এছাড়া গত ৩০ সেপ্টেম্বর তিনি সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সালামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ অক্টোবর সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

পরবর্তীতে ৬ অক্টোবর ডা. ফয়সালের পক্ষে কিছু স্বেচ্ছাসেবক সদর হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। তবে ওই মানববন্ধনে হাসপাতাল থেকে অব্যাহতি পাওয়া স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ এবং এর পেছনে ডা. ফয়সালের ভূমিকা নিয়ে জেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন