সর্বশেষ

আন্তর্জাতিক

মরক্কোয় জেন-জি বিক্ষোভে নিহত ২, সহিংসতা ও গ্রেফতার বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মরক্কোর দক্ষিণাঞ্চলে জনস্বাস্থ্য ও শিক্ষাখাতে সংস্কারের দাবিতে শুরু হওয়া ‘জেন জি ২১২’ নামক যুবসমাজের বিক্ষোভে দুই বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

গতকাল বুধবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী তাদের ওপর গুলি চালায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, বিক্ষোভ চলাকালীন পুলিশ স্টেশন আক্রমণের চেষ্টা, পেট্রোলবোমা বিস্ফোরণ, ছুরি ও পাথর ছোড়াসহ নানা সহিংসতায় জড়িয়ে পড়ায় সারাদেশে ৪০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য ও অন্তত ২৩ সাধারণ নাগরিক আহত হয়েছেন। বিক্ষোভকারীরা গাড়ি ও দোকানপাটে ভাঙচুর চালিয়ে ১৪২টি নিরাপত্তা বাহিনীর গাড়ি এবং ২০টি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়।

জেন জি ২১২ নামে পরিচিত এই গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মাধ্যমে বিক্ষোভের ডাক দেয়। তারা অভিযোগ করেছে, ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য বিপুল অর্থ ব্যয় করা হলেও দেশের স্কুল ও হাসপাতালগুলো উপেক্ষিত রয়েছে। তাদের স্লোগান ছিল, "স্টেডিয়াম আছে, হাসপাতাল কোথায়?"

তবে আন্দোলনের প্রধান সংগঠন জেন জি ২১২ বলেছে, তারা সহিংসতাকে প্রত্যাখ্যান করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবে। তাদের দাবি সরকারের নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নয়।

মরক্কোর সরকার চলতি বছর আফ্রিকা কাপ অব নেশনস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ২০২৬ সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভগুলো দেশটির সামাজিক বৈষম্যের গভীরতাকে তুলে ধরে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন