সর্বশেষ

রাজনীতি

'ধর্মের ভিত্তিতে নয়, সবাইকে নিয়েই রাজনীতি করতে চায় বিএনপি'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমরা কখনোই ধর্মের ভিত্তিতে বিভাজন চাইনি, চাই না এবং ভবিষ্যতেও করব না।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সব ধর্ম, বর্ণ, গোত্র, ভাষাভাষী ও সংস্কৃতির মানুষকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই আমরা রাজনীতি করি।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি।”

বিএনপির এই নেতা জানান, দেশে বর্তমানে নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে এবং মানুষ এখন নির্বাচন চায়। “বাংলাদেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে। জনগণ আজ ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্পে এগিয়ে যাচ্ছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই প্রক্রিয়ায় দেশি-বিদেশি কিছু মহল ষড়যন্ত্র করছে, যা এখন দৃশ্যমান। কিন্তু বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। যারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিহত করা হবে।”

পিআর পদ্ধতি নিয়ে বক্তব্য

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সম্পর্কে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “পিআর পদ্ধতি হচ্ছে একটি ‘পারমানেন্ট রেস্টলেসনেস’ পদ্ধতি। এটি একটি অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দেয়, যেখানে স্থায়ী সরকার গঠন সম্ভব হয় না।”

তিনি দাবি করেন, “এক জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। অথচ কেউ কেউ বলছেন ৭০ শতাংশ মানুষ এটি চায়—এই তথ্য বিভ্রান্তিকর। বিএনপি যেই পিআরে বিশ্বাস করে, সেটা হলো 'জনসংযোগ'। এখন সবাই সে জনসংযোগেই ব্যস্ত, এবং এটাই আমাদের রাজনীতির অন্যতম শক্তি।”

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন