সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজার রঙিন সাজ, ৫৯৩টি পূজামণ্ডপ প্রস্তুত

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
রবিবার থেকে শুরু হতে যাওয়া এই পাঁচদিনব্যাপী উৎসবকে ঘিরে চারদিকে উৎসবের আমেজ ও সাজসজ্জায় প্রাণ জুড়িয়েছে। প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তেও ব্যস্ত, যেন কোনো সৌন্দর্যের ঘাটতি না থাকে।
জেলা জুড়ে মোট ৫৯৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামণ্ডপ সাতটি উপজেলার বিভিন্ন থানায় ছড়িয়ে রয়েছে। সাতক্ষীরা সদর উপজেলায় ১০৭টি, তালায় ১৯৬টি, কলারোয়ায় ৪৫টি, আশাশুনিতে ১০৪টি, দেবহাটায় ২১টি, কালিগঞ্জে ৫০টি এবং শ্যামনগরে ৭০টি পূজামণ্ডপ বসানো হয়েছে।
প্রতিমা শিল্পীদের দক্ষ হাতে তৈরি হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি, যেখানে প্রতিটি দেবতার বাহনও যত্নসহকারে ফুটিয়ে তোলা হয়েছে। বিগত এক মাস ধরে মন্দিরগুলোতে চলে প্রস্তুতি, যাতে উৎসবটি সুষ্ঠু ও মনোমুগ্ধকর হয়।
এবার দুর্গাপূজার সময় নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত কড়া করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার পুলিশ ২৪ ঘণ্টা মনিটরিং করবে। প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতাও নিশ্চিত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, “সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। যেন সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করতে পারেন।”
জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ বলেন, “পূজার সময় শান্তি বজায় রাখতে পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। প্রত্যেক পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।”
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আরও জানান, “শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী থেকে শুরু হয়ে বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এ সময় মায়ের আসুরিক শক্তি বিনাশ ও সর্বজন কল্যাণ কামনায় সকল ভক্তের মন অমলিন থাকবে।
১১৯ বার পড়া হয়েছে