সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেবো না : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েলকে দখলকৃত পশ্চিম তীর সংযুক্ত করতে দেওয়া হবে না।

শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেবো না, এটা হবে না।”

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের আগে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জানান, গাজা পরিস্থিতি নিয়ে একটি চুক্তি খুব শিগগিরই হতে পারে এবং শান্তির পথও খুলে যেতে পারে। সোমবার ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, পশ্চিম তীরের সম্ভাব্য সংযুক্তিকরণ নিয়ে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। যুক্তরাজ্য, জার্মানি এবং জাতিসংঘ মহাসচিব গুতেরেস এই পদক্ষেপকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে দেওয়া ভিডিও ভাষণে ফ্রান্সের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অন্যদিকে, ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবসায়িক নিষেধাজ্ঞা ও কট্টরপন্থি নেতাদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে মাইক্রোসফটও ইসরায়েলের প্রতিরক্ষা ইউনিটের কিছু সেবা বন্ধ করেছে।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইসরায়েল জর্ডান সীমান্তের একমাত্র ক্রসিংও বন্ধ করে দিয়েছে, যা পশ্চিম তীরবাসীদের বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন