সর্বশেষ

ধর্ম

আমিরাতে সরকারি স্কুলে জামাতে জোহর নামাজ বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিন জামাতে জোহরের নামাজ আদায় বাধ্যতামূলক করা হয়েছে।

১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন এই নিয়ম অনুযায়ী, দেশের ৫১২টি সরকারি স্কুলে ক্লাস চলাকালীন নামাজের জন্য নির্ধারিত বিরতি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ১টা ১৫ থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে (স্থানভেদে ভিন্ন হতে পারে) নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ে পাঠদান বন্ধ থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী সবাই জামাতে অংশ নেবেন। শিক্ষার্থীরাই আজান দেবে, প্রস্তুতি নেবে এবং পরস্পরের সঙ্গে নামাজে দাঁড়াবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিন নামাজে অংশগ্রহণের রেকর্ড রাখা হবে। যদিও বেসরকারি স্কুলগুলোর জন্য এ নিয়ম বাধ্যতামূলক নয়, তবে অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে স্বেচ্ছায় অনুরূপ কার্যক্রম চালু করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, “স্কুল কেবল জ্ঞান অর্জনের জায়গা নয়, এখান থেকেই নৈতিক শিক্ষাও শুরু হওয়া উচিত।”

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন