সর্বশেষ

প্রবাস

ইউরোপ থেকে চার্টার্ড ফ্লাইটে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫২ বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

এদের মধ্যে প্রথম দফায় ৩২ জন আজ বৃহস্পতিবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। অবশিষ্ট ২০ জনকে পরবর্তীতে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। ফেরত আসা সবাই পুরুষ।

জানা গেছে, ফেরত পাঠানো এসব বাংলাদেশির বৈধ কাগজপত্র ছিল না। ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স, সংশ্লিষ্ট দেশগুলোর ইমিগ্রেশন ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের ফেরত পাঠানো হচ্ছে। দেশে ফেরার পর ব্র্যাকের সহায়তায় তাদের গ্রহণ, কাউন্সেলিং ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এর আগেও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে একাধিক দফায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে অন্তত ১৮৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে, ইউরোপে যেতে গিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথ ব্যবহার করেন বাংলাদেশিরা। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এ পথে ৭০ হাজারের বেশি বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেন। এভাবে সমুদ্রপথে যাত্রাকালে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গবেষণা অনুযায়ী, অবৈধ অভিবাসনে এগিয়ে থাকা অধিকাংশ ব্যক্তি ২৬ থেকে ৪০ বছর বয়সী, যাদের বাড়ি মূলত মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেটসহ কয়েকটি জেলায়।
 

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন