সর্বশেষ

জাতীয়

ডিএমপি ৭ কর্মকর্তার পদায়ন, গুরুত্বপূর্ণ বিভাগে রদবদল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সাত কর্মকর্তার নতুন পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা:

 

মোহাম্মদ মোর্শেদ আলম – ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোর্শেদ আলমকে পদায়ন করা হয়েছে উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) হিসেবে।

মাঈন উদ্দিন চৌধুরী – প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন-১) হিসেবে থাকা মাঈন উদ্দিন চৌধুরী এখন হবেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের ‘কাউন্টার টেরোরিজম-১’ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

মো. মেহেদী হাছান – অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) হিসেবে দায়িত্বে থাকা মো. মেহেদী হাছানকে পদায়ন করা হয়েছে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।

মো. ওয়ালিউল ইসলাম – অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে থাকা ওয়ালিউল ইসলামকে পদায়ন করা হয়েছে উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে।

 

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে পদায়ন:

মো. আসলাম সাগর – ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তাকে পদায়ন করা হয়েছে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মিরপুর) হিসেবে।

কাজী মিজানুর রহমান, পিপিএম – মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মিরপুর) হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি এখন হবেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন)।

শারমিন আকতার চুমকি – ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনে সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তাকে পদায়ন করা হয়েছে ট্রাফিক অ্যাডমিন (অতিরিক্ত কমিশনার-ট্রাফিক দপ্তর) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।

 

ডিএমপির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই রদবদল ও পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন