সর্বশেষ

সারাদেশ

নির্বাচনে মাঠে থাকবে এক লাখ সেনাসদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বিশাল বহর মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এখন মাঠে ৩০ হাজার সেনাসদস্য আছে, তবে নির্বাচনের সময় এক লাখ সেনা মোতায়েন থাকবে।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না; এটি জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সফল হয়। তিনি বলেন, “জনগণই আসল শক্তি। তারা নির্বাচনমুখী হয়ে গেলে কেউ তা ঠেকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকলে নির্বাচন আরও সহজ হবে।”

তিনি আরও জানান, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড এবং প্রশাসনের লোকজনও নির্বাচনী দায়িত্বে থাকবেন।

অবৈধ অস্ত্র ও সহিংসতা প্রসঙ্গে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়ে আতঙ্কের কিছু নেই। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং আরও অভিযান চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনের আগেই অধিকাংশ অস্ত্র উদ্ধার সম্ভব হবে।

ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে
ঢাকাসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। যাতে তারা সহজে জামিন না পায়, সে দিকেও নজর রাখা হচ্ছে।” নির্বাচন সামনে রেখে মিছিল ও মাঠপর্যায়ের তৎপরতা বাড়বে বলে জানিয়ে তিনি বলেন, “তবে ছোটখাটো এই মিছিলগুলো আর হবে না।”

গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান
গুজব মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সত্য প্রচার করলে গুজব ছড়ানোর সুযোগ কমে যাবে। অতীতে পাশের দেশ থেকে অনেক ভুয়া খবর এসেছে, কিন্তু সাংবাদিকদের সঠিক প্রতিবেদন তা ঠেকাতে সাহায্য করেছে।”

তিনি ডিসি ও এসপিদের নির্দেশ দিয়েছেন যেন সত্য তথ্য দ্রুত গণমাধ্যমে পাঠানো হয়, কারণ তথ্য গোপন থাকলে গুজব জন্ম নেয়।

দুর্গাপূজা ও ধর্মীয় সম্প্রীতি
আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, এবারের পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই এর পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব।”

মিয়ানমার সীমান্ত ও মাদক পরিস্থিতি
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির দখলদারি চলছে। তিনি জানান, “আরাকান আর্মি মাদক পাচারের ওপর নির্ভরশীল। সেখান থেকে মাদক ঢোকে, আর এদেশ থেকে চাল, ওষুধসহ বিভিন্ন পণ্য যায়।” তিনি জানান, এসব আটকাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হয়েছে।

রোহিঙ্গা সংকট
রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের মূল লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো।”

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন