সর্বশেষ

সারাদেশ

ভোলাহাট সীমান্তে ফের ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদশিকারী সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে সীমান্ত পিলার ১৯৬/২-এস-এর কাছে ভারতের কাঞ্চানটাল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঠেলে পাঠানোদের মধ্যে রয়েছেন ৩ শিশু, ৬ নারী এবং ১০ জন পুরুষ। তারা সবাই বাংলা ভাষাভাষী হলেও, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ভোলাহাট ইউনিয়নের চামুচা ও চাঁদশিকারী বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট)-এর দায়িত্বপূর্ণ এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ভারতের ১১৯ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এসব মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠায়।

ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়াজ জাহান ঘটনার সত্যতা লোকমুখে শুনেছেন বলে জানিয়েছেন।
এদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সমকালকে জানিয়েছেন, বিএসএফ ১৯ জনকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়েছে—এ তথ্য তারা নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে ২০২৫ সালের ৩ জুন একই সীমান্ত এলাকা দিয়ে ৮ জন এবং তার তিন মাস আগে আরও ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন