এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতা চাইলেন অধ্যাপক ইউনূস

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘে এক বৈঠকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ডব্লিউটিও মহাপরিচালক ড. নগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে ইউনূস জানান, উত্তরণের পথে থাকা দেশগুলো যেনো বাণিজ্য সুবিধা হারানোর ঝুঁকিতে না পড়ে, তা নিশ্চিত করতে ডব্লিউটিওকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ডব্লিউটিও প্রধান আশ্বাস দেন, বাংলাদেশসহ উত্তরণপ্রক্রিয়ায় থাকা দেশগুলোকে সর্বাত্মক সহায়তা দেবে সংস্থাটি।
বৈঠকে ডব্লিউটিও সংস্কার, বিশ্বায়নের ধীরগতি ও বাণিজ্যে সুরক্ষা নীতির প্রসার নিয়েও আলোচনা হয়। ওকোনজো-ইওয়েলা বলেন, ডব্লিউটিওর নিয়মেই এখনও বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ চলছে, তবে সংস্থাটিকে সংস্কার করে সময়োপযোগী করতে হবে।
অধ্যাপক ইউনূসও ডব্লিউটিও সংস্কারের পক্ষে মত দেন এবং বলেন, "এখনই সময় পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণের।"
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান, বিশেষ দূত লুতফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।
১১৮ বার পড়া হয়েছে