সর্বশেষ

জাতীয়

নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন : অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, এসব ক্যামেরা কেনার কাজ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর মাধ্যমে সম্পন্ন হবে। যদিও মোট ব্যয়ের পরিমাণ এখনও নির্দিষ্ট করা হয়নি, তবে কয়েকশ কোটি টাকার ব্যয় হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

গত ৯ আগস্ট রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় বডি ওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী দিন প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দ্রুত ক্যামেরা ক্রয়ের সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী এবং ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ক্যামেরাগুলো দ্রুত কেনার পাশাপাশি হাজার হাজার পুলিশ সদস্যকে যথাযথ প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দিয়েছেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বডিক্যাম সংগ্রহ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই ডিভাইসগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন