সর্বশেষ

আন্তর্জাতিক

সরকারি মানচিত্র ও ওয়েবসাইটে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্য সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের মানচিত্র ও নাম সংক্রান্ত উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।

পূর্বে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ নামে যেসব এলাকা চিহ্নিত ছিল, সেগুলো এখন সরাসরি ‘ফিলিস্তিন’ নামে উল্লেখ করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এই আপডেট আসে।

ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ভ্রমণ পরামর্শ পৃষ্ঠা, বিদেশি মিশনের তালিকা এবং সংশ্লিষ্ট মানচিত্রে এই পরিবর্তন পরিলক্ষিত হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের সীমানা অনুসারে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়েছে, যা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্য টেকসই শান্তির পথ তৈরির অংশ।

বিবিসি জানায়, এই দ্বি-রাষ্ট্র সমাধান অনুযায়ী পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের সমান অধিকার নিশ্চিত এবং শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নিতে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া মিলে এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।”

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন