সাহিত্য
প্রভাতে রবির শুভেচ্ছাদূত হয়ে
মহাকালের সুখ

লাকি জাদু
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রভাতে রবির শুভেচ্ছাদূত হয়ে
এসো মোর দ্বারে,
আপ্লুত হিয়া দিবো
সোপর্দ করিয়া, প্রাণ ভোমরারে।
সবুজ ঘাসের উপর শিশির বিন্দু
রয় আষ্টেপৃষ্টে মিশে,
তোমাতে মজিয়া মন
বেহায়া,যাপিত জীবন,সংশয় কিসে?
আকাশে যেমন তারা ভাসিয়া উচ্ছ্বাসে
চলে মহাকালের সুখে,
তেমন শান্তি খোঁজে মন
অশান্ত ভুবনে কেবল তোমার ঐ বুকে।
আঁচলে বাঁধিয়া লাজ, আব্রু ভুলিবো
মত্ত নিগুঢ় আলিঙ্গনে,
অসার দেহের উদ্বেল
মহাকালের আজন্ম সুখের সন্ধানে।
১৭২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর