এশিয়া কাপ: সুপার ফোরেও পাকিস্তানকে সহজে হারাল ভারত

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এশিয়া কাপে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সুপার ফোরের ম্যাচেও একই ধারায় জয় তুলে নিল ভারত।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় পায় সূর্যকুমার যাদবের দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ১০ ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ৯১ রান। দেখে মনে হচ্ছিল, দলটি ২০০ রানের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু মিডল ওভার থেকে শুরু করে ইনিংসের শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে থমকে যায় পাকিস্তানি ব্যাটিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানেই থেমে যায় তারা।
ফখর জামান ৯ বলে ১৫ রান করে দ্রুত ফিরে যান। এরপর ওপেনার শাহিবজাদা ফারহান এবং তিনে নামা সাইম আইয়ুব ৭১ রানের জুটি গড়েন। আইয়ুব ১৭ বলে ২১ রান করে আউট হলে ছন্দপতন ঘটে পাকিস্তানের ইনিংসে।
ফারহান খেলেন ৪৫ বলে ৫৮ রানের ধৈর্যশীল ইনিংস। তবে মিডল অর্ডারে হুসেইন তালাত (১১ বলে ১০), মোহাম্মদ নওয়াজ (১৯ বলে ২১) এবং অধিনায়ক সালমান আগা (১৩ বলে ১৭) প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে রানবোর্ডে কিছুটা গতি আনেন।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। ৯.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে ১০৫ রান। সেই জুটিতেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এরপর ১২৩ রানের মাথায় ৩টি উইকেট হারালেও কোনো বিপদে পড়েনি তারা। শান্তভাবে খেলেই দলকে জয় এনে দেন তিলক ভার্মা।
সুপার ফোরে এই জয়ের মাধ্যমে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ভারত, আর পাকিস্তান পড়ল বড় চাপের মুখে।
১০৭ বার পড়া হয়েছে