ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের কাছে প্রায় ৬৪০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র বিক্রির পরিকল্পনা চূড়ান্ত করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউজের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রস্তাবিত এই অস্ত্রচালানে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক।
চুক্তির আওতায় হেলিকপ্টারগুলোর মূল্য ধরা হয়েছে প্রায় ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকগুলোর মূল্য ১৯০ কোটি ডলার। এছাড়া, বাকি ৭০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ এবং গোলাবারুদের জন্য।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে এই অস্ত্রগুলো ব্যবহৃত হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে বর্তমানে গাজা উপত্যকায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। প্রায় দুই বছর ধরে চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য ছয়টি প্রস্তাব উত্থাপন করা হলেও, প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে সেগুলো বাতিল করেছে।
এমন এক প্রেক্ষাপটে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব। এর আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
১২৪ বার পড়া হয়েছে