দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নতুন ভিপি'র

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে সকল প্রকার দলীয় রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দেন।
ভিপি হিসেবে প্রথম বক্তব্যে জিতু বলেন, “আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। ৫ আগস্টের পর আমরা সেই অধিকার ফিরে পেতে আন্দোলনে নামি। আজকের এই নির্বাচনের মাধ্যমে সেই অধিকারই পুনরুদ্ধার হলো। শিক্ষার্থীরা ৩৩ বছর যে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত ছিল, আজ তা ফিরে পেয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা দেখেছি দলীয় রাজনীতি কীভাবে শিক্ষার্থীদের একাডেমিক জীবন ব্যাহত করে। তাই আমার প্রথম কাজ হবে একটি নিরাপদ, দল-মত নির্বিশেষে শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।”
নির্বাচন-পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে জিতু জানান, “ভিন্ন ভিন্ন প্যানেল থেকে অনেকে নির্বাচিত হয়েছেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী জিএস পদে জয় পেয়েছে। কিন্তু আমরা সবাই মিলে একটি ইনক্লুসিভ ক্যাম্পাস তৈরি করতে চাই, যেখানে মতের পার্থক্য থাকলেও লক্ষ্য থাকবে অভিন্ন—শিক্ষার্থীদের কল্যাণ।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের অলীক প্রতিশ্রুতি দিইনি। তাদের বাস্তব চাওয়া-পাওয়াগুলোই ছিল আমাদের ইশতেহার। সেসব বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ।”
নির্বাচনের ফলাফলে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে জয়ী হন আব্দুর রশিদ জিতু। জিএস (সাধারণ সম্পাদক) পদে শিবির-সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হন প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে।
১১১ বার পড়া হয়েছে