রাজনীতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের ফলাফল আজ শনিবার বিকেলে ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সিনেট কক্ষে ফল ঘোষণা শুরু হয়।
জাকসু নির্বাচন: হল সংসদের শীর্ষ পদে বিজয়ীদের নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের ফলাফল আজ শনিবার বিকেলে ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সিনেট কক্ষে ফল ঘোষণা শুরু হয়।
এর আগে বিকেল ৫টা ৫ মিনিটে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কমিশনার ও সদস্যসচিব সিনেট কক্ষে প্রবেশ করেন। প্রয়াত শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিকেল ৫টা ১৫ মিনিটে ফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ফল ঘোষণার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
আল বেরুনী হলের নির্বাচিত প্রতিনিধিরা:
ভিপি (সভাপতি): রিফাত আহমেদ শাকিল
জিএস (সাধারণ সম্পাদক): মুনতাসির বিল্লাহ খান
এজিএস (সহকারী সাধারণ সম্পাদক): সাদমান হাসান খান
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর