জাকসু নির্বাচন : ভোট গণনা শেষ, প্রায় ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও তা কয়েক দিন ধরে চলমান ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার ভোট গণনা শেষ হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। মোট ভোটারের সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন।
ছাত্র হলগুলোতে ভোটার সংখ্যা:
আল বেরুনী হল: ২১০ জন
আ ফ ম কামালউদ্দিন হল: ৩৩৩ জন
মীর মশাররফ হোসেন হল: ৪৬৪ জন
শহীদ সালাম-বরকত হল: ২৯৮ জন
মওলানা ভাসানী হল: ৫১৪ জন
১০ নম্বর ছাত্র হল: ৫২২ জন
শহীদ রফিক-জব্বার হল: ৬৫০ জন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ৩৫০ জন
২১ নম্বর ছাত্র হল: ৭৩৫ জন
জাতীয় কবি নজরুল হল: ৯৯২ জন
তাজউদ্দীন আহমদ হল: ৯৪৭ জন
ছাত্রী হলগুলোতে ভোটার সংখ্যা:
নওয়াব ফয়জুন্নেসা হল: ২৭৯ জন
জাহানারা ইমাম হল: ৩৬৭ জন
প্রীতিলতা হল: ৩৯৬ জন
বেগম খালেদা জিয়া হল: ৪০৩ জন
সুফিয়া কামাল হল: ৪৫৬ জন
১৩ নম্বর ছাত্রী হল: ৫১৯ জন
১৫ নম্বর ছাত্রী হল: ৫৭১ জন
রোকেয়া হল: ৯৫৬ জন
ফজিলাতুন্নেছা হল: ৭৯৮ জন
তারামন বিবি হল: ৯৮৩ জন
নির্বাচনী পরিসংখ্যান:
এবারের নির্বাচনে মোট ১৭৭ জন প্রার্থী অংশ নেন কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে লড়েন ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছিলেন ৮ জন প্রার্থী।
ছাত্রীদের হলভিত্তিক নির্বাচন ছিল তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মোট ১৫০টি পদ থাকলেও ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। আবার ৬৭টি পদে মাত্র একজন করে প্রার্থী থাকায় সেগুলোতে ভোটের প্রয়োজন হয়নি। ফলে কেবল ২৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক ছাত্র অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ ও স্বচ্ছ ভোটগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন পর এই নির্বাচন শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করল।
১১৩ বার পড়া হয়েছে