সর্বশেষ

রাজনীতি

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল প্যানেলের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ ঘোষণা দেন ছাত্রদলের জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেলের ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসানসহ অন্যান্য প্রার্থী ও নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বৈশাখী অভিযোগ করেন, “তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ভোটার তালিকায় ছবি ছিল না। ২১ নম্বর হলে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। এমনকি জাহানারা ইমাম হলে এক স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনাও ঘটেছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সরবরাহকৃত ওএমআর ব্যালট ব্যবহার করা হচ্ছে, যা আমরা আগেই প্রত্যাখ্যান করেছিলাম। আমাদের মতামত উপেক্ষা করে সেই ব্যালটেই ভোট নেওয়া হচ্ছে।”

নারী ভোটারদের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তুলে বৈশাখী বলেন, “একই ছাত্রী একাধিকবার ভোট দিয়েছেন। ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে শিবিরপন্থী কিছু সাংবাদিক অসৌজন্যমূলক আচরণ করেছেন। এসব মিলিয়ে এটি একটি কারচুপিপূর্ণ ও প্রহসনের নির্বাচন।”

তিনি বলেন, “এই নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের সঠিক প্রতিফলন ঘটছে না। ফলে আমাদের জন্য নির্বাচন বর্জন করা ছাড়া আর কোনো উপায় ছিল না।”

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন