শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ডাকসু ও হল সংসদ নির্বাচন

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে টানা আট ঘণ্টা ধরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে। তবে শেষ দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
সিনেট ভবন কেন্দ্র থেকে জাগো নিউজের প্রতিবেদক নাহিদ হাসান জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে কেন্দ্রটি প্রায় ফাঁকা হয়ে যায় এবং ভোটারদের লাইন দেখা যায়নি। একই চিত্র পাওয়া গেছে কার্জন হল কেন্দ্রেও। সেখানে দায়িত্বে থাকা মাল্টিমিডিয়া রিপোর্টার ইসমাঈল সিরাজী জানান, ভোটের শেষ ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী ও ২০ হাজার ৯১৫ জন ছাত্র। নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ছাত্রী প্রার্থী রয়েছেন ৬২ জন।
অন্যদিকে ১৮টি হলে অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে প্রতিটি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করেছে উৎসবের আমেজ। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১১৭ বার পড়া হয়েছে