সর্বশেষ

রাজনীতি

নির্বাচনী পরিবেশ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, ভোট চলছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় ভোটার ও প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "ডাকসু ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ রয়েছে—এমন কোনো তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য প্রার্থী ও ভোটারদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।"

এদিকে দুপুরের দিকে টিএসসি কেন্দ্রে লিফলেট বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, শিবিরপন্থী প্রার্থীদের লিফলেট বিতরণে প্রশাসন কোনো বাধা দেয়নি, কিন্তু তারা লিফলেট হাতে নিয়ে গেলে বাধার সম্মুখীন হন।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা পরে 'রাজাকারের ঠাঁই নাই' স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন