নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের আলাদাতপুরে অবস্থিত এলিট কুজিন রেস্টুরেন্টে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণঅধিকার পরিষদ মূল কমিটি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর থানা ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন নড়াইল জেলা কমিটির সভাপতি সেলিম ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মনিরুল মাওলা ও লায়ন নুর ইসলাম।
সভায় নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়ন, দায়িত্ব বণ্টন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মনিরুল মাওলা বলেন,
“লায়ন নুর ইসলামকে আমরা নড়াইল-২ আসনে এমপি হিসেবে গণঅধিকার পরিষদের ব্যানারে দেখতে চাই। এ লক্ষ্যে এখন থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।”
লায়ন নুর ইসলাম তার বক্তব্যে বলেন,
“এ দেশের রাজনীতিতে এবং দেশপ্রেমের ক্ষেত্রে ভিপি নুরুল হক নূরের কোনো বিকল্প নেই। তার আদর্শ ও ত্যাগ আমাদের অনুপ্রেরণা। নির্বাচনী কার্যক্রমের মধ্য দিয়েই তার দর্শন ও চিন্তাধারাকে জনগণের সামনে তুলে ধরতে হবে। শুধু নির্বাচনে জয় নয়, জনগণের কল্যাণে ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতিই আমাদের পথচলা।”
তিনি আরও বলেন,
“মানুষ এখন অনেক সচেতন। তারা পরিবর্তন ও নতুন নেতৃত্বের সন্ধানে আছে। গণঅধিকার পরিষদের কর্মীদেরই এই আস্থার জায়গা তৈরি করতে হবে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে।”
১১১ বার পড়া হয়েছে