সর্বশেষ

সারাদেশ

শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তাদের প্রধান দাবি তিনটি হলো:
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের পদ (যেমন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা) কেবলমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

২. বিএডিসি-এর কোটা বাতিল করে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বন্ধ করতে হবে।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ব্যতীত কেউ ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

ঘটনাস্থলে উপস্থিত ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গেছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো তারা রেলপথ থেকে সরে দাঁড়ায়নি। কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন