মধ্যরাতে চবিতে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ, আহত অন্তত ৩০

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইট-পাটকেলের আঘাতে আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতেও আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ফেরার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয়। ছাত্রীটির অভিযোগ, “আমি প্রতিদিন নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসি। আজকেও রাত ১২টার মধ্যে ফিরে দরজা খুলতে বললে দারোয়ান অশ্লীল ভাষায় গালি দেন এবং আমাকে গলায় চড় মারেন। পরে তিনি ধাক্কা দিয়ে ফেলে লাথি মারেন।”
এ ঘটনায় ওই ছাত্রীর রুমমেট এবং আশপাশের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অন্যান্য শিক্ষার্থীরাও সেখানে একত্রিত হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুঁড়িতে অন্তত ১০ জন আহত হন।
চবি শিক্ষার্থী আল মাসনুন জানান, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। দারোয়ান পালিয়ে গেলে তাকে একটু দূরে গিয়ে ধরি। তখন স্থানীয়রা আমাদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় আইন বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী ইমতিয়াজ গুরুতর আহত হন।”
ঘটনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ও নিরাপত্তা কর্মীদের জানিয়েছি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠছেন।
১৩৫ বার পড়া হয়েছে