সর্বশেষ

আন্তর্জাতিক

কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সুরক্ষা প্রত্যাহার করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ১ সেপ্টেম্বর থেকে হ্যারিস আর এই নিরাপত্তা সুবিধা পাবেন না বলে নিশ্চিত করা হয়েছে।

সাধারণত, ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার পর আরও ছয় মাস পর্যন্ত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান। তবে ট্রাম্পের পূর্বসূরি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিশেষ নির্দেশনার মাধ্যমে হ্যারিসের জন্য এই সময়সীমা বাড়িয়েছিলেন। সেই বর্ধিত সময়সীমা এবার বাতিল করে দিয়েছেন ট্রাম্প।

কমলা হ্যারিস শিগগিরই তার রাজনৈতিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন এবং এ উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা প্রত্যাহার তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

হ্যারিসের মুখপাত্র কিরস্টেন অ্যালেন এক বিবৃতিতে বলেন, “সাবেক ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব এবং দীর্ঘদিনের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন।”

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন