সর্বশেষ

রাজনীতি

কাকরাইলে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বিবৃতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর কাকরাইল এলাকায় শুক্রবার (৩০ আগস্ট) রাতে দুটি প্রধান রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সন্ধ্যা ৮টার দিকে কাকরাইল এলাকায় শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে কয়েকজন আহত হন, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও একপর্যায়ে সংঘর্ষ তীব্র হয়ে উঠলে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী শুরুতেই উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এলাকাটি ত্যাগ করার অনুরোধ করে। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী তা অগ্রাহ্য করে সহিংস আচরণে লিপ্ত হয়।

রাত ৯টার দিকে একটি মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বেড়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপ ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায়। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

আইএসপিআর জানায়, সংঘর্ষে সেনাবাহিনীর অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং জনশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহিংস তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।”

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন