সর্বশেষ

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন: ২৪ দফা কর্মপরিকল্পনায় ইসির রোডম্যাপ ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার হামিদ। তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা ২৪টি কার্যক্রম চিহ্নিত করে একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা তৈরি করেছি। প্রতিটি কাজ অন্যটির সঙ্গে সম্পর্কিত এবং ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে।”

রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২০২৫ সালের ডিসেম্বরের প্রথমার্ধে।

মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ
চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন
রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সম্পন্ন
অংশীজনদের সঙ্গে সংলাপ
সচিব আরও জানান, অংশীজনদের মধ্যে রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী ও নারী নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।

এবার তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, “যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন।”

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব কার্যক্রম সময়মতো সম্পন্ন করতে তারা প্রস্তুত রয়েছে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন