নড়াইলে আধিপত্য বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ২৫

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার চর-শালিখা গ্রামে স্থানীয় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মীনা বেগম (৪৫) নামে এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চর-শালিখা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে দক্ষিণ পাড়ার আজিজার শেখ ও পশ্চিম পাড়ার মশিয়ার শেখ সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—লিটন শেখ, মিজান শেখ, মনির শেখ, নাজমুল কাজী, সাত্তার শেখ, প্রিন্স শেখ, রানা কাজী, চান মিয়া শেখ, বিল্লাল কাজী, নাঈম শেখ, সোহাগ শেখ, মেহেদী হাসান, রিয়াদ শেখ, তরিকুল ইসলাম, ইয়াদুল শেখ, মিরফুল শেখ, ফেরদৌস কাজী, শাহীন শেখ, হাসান শেখ, মীনা বেগমসহ অনেকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর-শালিখা গ্রামে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুই মাস আগে এক সংঘর্ষের ঘটনায় দক্ষিণ পাড়ার আজিজার শেখ সমর্থকরা এলাকা ছাড়তে বাধ্য হন। পরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় চলতি মাসে তারা এলাকায় ফিরে আসেন।
এরপর গত ১৫ আগস্ট সকালে সদর উপজেলার সীতারামপুর ব্রিজ এলাকায় আজিজার গ্রুপের মুরাদ শেখকে একা পেয়ে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার জেরে শনিবার সকালে আজিজার শেখ সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পাল্টা প্রতিরোধে মশিয়ার শেখের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “দুই পক্ষের মধ্যে পুরনো বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
১৪১ বার পড়া হয়েছে