সর্বশেষ

সারাদেশ

সরিষাবাড়ীতে খাবার গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ীতে চানাচুর গলায় আটকে সুমাইয়া খাতুন (১১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে পৌরসভার কোনাবাড়ী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশু সুমাইয়া কোনাবাড়ী গ্রামের দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে মা’র সঙ্গে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল সুমাইয়া। রাতে ঘরে কাজ করার সময় মা তাকে বিছানায় বসিয়ে রাখেন। এ সময় শিশুটি বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দিলে তা গলায় আটকে যায়। বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে গলা পরিষ্কার করার চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, "শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় খাবার আটকে যাওয়ার কারণে শ্বাসরোধেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"

এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন