সর্বশেষ

খেলা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফের দশে বাংলাদেশ, এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে জায়গা ধরে রাখতে পারলো না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে সাময়িকভাবে নয় নম্বরে উঠে এলেও, নতুন হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ফের এক ধাপ নিচে নেমে গেছে টাইগাররা।

সোমবার (১১ আগস্ট) আইসিসি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিং অনুযায়ী, ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে আগে এগিয়ে থাকা টাইগাররা এবার পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। কারণ, চলতি ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মাধ্যমে ১ পয়েন্ট বাড়িয়ে ৭৮ রেটিংয়ে পৌঁছে গেছে ক্যারিবীয়রা, ফলে নয় নম্বরে উঠে এসেছে তারা।

বাংলাদেশের অবনতি মূলত হয়েছে না খেলেও। ওয়ানডে ম্যাচ না খেলায় পয়েন্ট বাড়ানোর সুযোগ ছিল না মেহেদী হাসান মিরাজদের। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় সরাসরি প্রভাব ফেলেছে র‍্যাঙ্কিংয়ে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের খেসারত দিতে হয়েছে পাকিস্তানকেও। তাদের রেটিং কমে দাঁড়িয়েছে ১০২-এ, যার ফলে এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে তারা। পাকিস্তানের পতনের সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কা (১০৩ পয়েন্ট) উঠে গেছে চারে।

শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে ভারত (১২৪), নিউজিল্যান্ড (১০৯) এবং অস্ট্রেলিয়া (১০৯) রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তবে ভগ্নাংশের ব্যবধানে কিউইরা রয়েছে অজিদের ওপরে। ছয় থেকে আট নম্বর পর্যন্ত অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। স্বাগতিক দুই দল সরাসরি অংশগ্রহণ করলেও, বাকি আটটি দলের মধ্যে শীর্ষে থাকা দলগুলোই পাবে সরাসরি অংশগ্রহণের টিকিট। বাকিদের খেলতে হবে কোয়ালিফায়ার রাউন্ড।

টাইগারদের জন্য তাই সামনে প্রতিটি ওয়ানডে ম্যাচই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ, যদি তারা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে চায়।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন