সর্বশেষ

রাজনীতি

এনসিপি নেতার চাঁদা দাবির ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।

সোমবার দুপুরে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি নিজাম উদ্দিনের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ভিডিওটি দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগের জন্ম দিয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, “গত ১০ আগস্ট বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আপনাকে চাঁদা দাবি করতে দেখা গেছে। এ ঘটনায় কেন আপনার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হচ্ছে।”

এর আগে, রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক চলমান একটি আন্দোলন বন্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নিজাম উদ্দিন। তিনি দাবি করেন, “ভিডিওটি পুরোনো এবং পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এসব করা হচ্ছে।” তিনি জানান, দলের শোকজ চিঠি তিনি পেয়েছেন এবং যথাযথ ব্যাখ্যা দলকে পাঠাবেন।

এটাই প্রথম নয়, এর আগে গত ৫ জুলাইও নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এক নারী অভিযোগ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজাম। সে সময় নিজাম উদ্দিন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব। অভিযোগের পরপরই তাঁর পদ স্থগিত করা হয়, যদিও পরে তা পুনর্বহাল করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান ঘটনায় দলের কেন্দ্রীয় কমিটিও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন