মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ের মৃত্যু

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন মিন্ট সোয়ে। এসব জটিল রোগের কারণে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল। এমনকি শেষদিকে খাবার গ্রহণ করাও ছিল কষ্টসাধ্য। ২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর নির্বাচিত নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেই সময় মিন্ট সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। তবে ২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংকে সাময়িকভাবে দায়িত্বভার অর্পণ করেন।
১১৯ বার পড়া হয়েছে