সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে টানা বৃষ্টিতে জনদুর্ভোগ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে গতকাল শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত ৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। টানা বর্ষণে কর্মদিবসের শুরুতেই নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি আষাঢ় মাসে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে আষাঢ়ের শেষ দিনে সবচেয়ে বেশি ৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। শ্রাবণের শুরুতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। শনিবার দিনের কিছু সময় বিরতি দিয়ে রাত ১০টার পর আবার শুরু হয় বৃষ্টি, যা রাতভর স্থায়ী ছিল। আজ সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, “রাতে ভারী বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি কিছুদিন অব্যাহত থাকবে।”

এদিকে, রোববার সকালে বৃষ্টির কারণে শহরে যানবাহনের সংকট দেখা দেয়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও অনেকেই ৯টার পরও রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। নগরীর বিনোদপুর এলাকায় একদল পরীক্ষার্থী জানান, পর্যাপ্ত অটোরিকশা না থাকায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েছেন।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে বৃষ্টির এমন অব্যাহত ধারা আরও কয়েকদিন চলতে পারে। ফলে নাগরিক জীবনে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন