আন্তর্জাতিক

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে ইসরায়েল, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের বেন-গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভয় ও আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটেছে লক্ষাধিক ইহুদি নাগরিক।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার (১ আগস্ট) এই হামলার দাবি করেন।

আল-মাসিরাহ টেলিভিশনের খবরে জানানো হয়, ইয়াহিয়া সারি বলেন— ‌‘তেলআবিব সংলগ্ন বেন-গুরিওন বিমানবন্দরে আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট একটি গুরুত্বপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এতে প্যালেস্টাইন-২ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।’

তার দাবি, হামলার পর অন্তত ৪০ লাখের বেশি ইসরায়েলি নাগরিক আতঙ্কিত হয়ে নিরাপত্তা বাঙ্কারে আশ্রয় নেয়। বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বেন-গুরিওনে।

সারি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনী গাজায় চালানো আগ্রাসন ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত আমাদের সামরিক পদক্ষেপ চলবে। ইয়েমেনি সরকারও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’

উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের জবাবে ইয়েমেন নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে বলে দাবি করেছে দেশটির হুথি নেতৃত্বাধীন সামরিক বাহিনী।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন