রাজনীতি

'ক্ষমতার জন্য বিএনপি অস্থির নয়, কিন্তু জনগণের মালিকানা চাই'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয় বরং জনগণের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতেই রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থান ও শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অনেক রাজনৈতিক সংকট দূর হয়ে যাবে।”

রাজনৈতিক সংস্কার নিয়ে তিনি জানান, ১২টি মৌলিক বিষয়ের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। অন্যান্য বিষয়ে এখনও আলোচনা চলছে। তিনি বলেন, “সব বিষয়ের ঐক্যমত্যের অপেক্ষা না করে যেগুলোতে একমত হওয়া গেছে, সেগুলো নিয়েই সংস্কার শুরু করা উচিত।”

গণতন্ত্রের চর্চায় শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “গণতন্ত্রে মতবিরোধ থাকবেই, কাঁদা ছোড়াছুড়িও হতে পারে, তবে তারও একটা সীমা থাকা দরকার। না হলে রাজনৈতিক অঙ্গনে তিক্ততা বাড়তে পারে।”

সভায় তিনি ১৯৭৫ সালের জুলাই-আগস্টে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগের কথা মনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যেতে হবে।”

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন