জাতীয়
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধে ব্যবহৃত একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩৩ জনের মধ্যে ২১ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমান দুর্ঘটনায় নিহত ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধে ব্যবহৃত একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩৩ জনের মধ্যে ২১ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একটি অজ্ঞাত পরিচয়ের মরদেহসহ মোট আট জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
দুর্ঘটনায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত রাজধানীর ছয়টি হাসপাতালে ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪২ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক, অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী, চারজন সেনাসদস্য, একজন পরিচায়ক, একজন ইলেকট্রিশিয়ান এবং আরও তিনজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, ৪৫ জন রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১১ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১৬০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর