সাহিত্য
নিয়ন্ত্রণ কক্ষের সবাই শেষ পর্যন্ত খুনী হয়ে যায়-
অব্যক্ত বেদনার উচ্চারণ

রাশেদ মেহেদী
শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিয়ন্ত্রণ কক্ষের সবাই শেষ পর্যন্ত খুনী হয়ে যায়-
এখন কিংবা তখন, একাল কিংবা সেকাল,
সেই যাদুর চেয়ারে যেই বসেছে-
সবাই খুনী হয়ে গেছে।
রাস্তায় পোশাক পড়ে কিংবা খালি গায়ে
আমি, তুমি, আমরা রক্তাক্ত হই
আমাদের মায়েরা কাঁদে,
আর নিয়ন্ত্রণ কক্ষে বসে ওরা খিস্তি করে-
লাশ লুকানোর গাড়ি খোঁজে!
একদল যায়, একদল আসে
নিয়ন্ত্রণ কক্ষের মানুষ বদল হয়
ফর্সা কিংবা কালো, গুন্ডা কিংবা সুশীল
সব শয়তানের একই মুখোশ-
সেই একই হুংকার, একই নষ্ট দৃষ্টি।
শুধু আমজনতা আমরা, আমাদের শত্রু হয়ে যাই
সর্বনাশের বাঁশির সুরে বার বার সর্বশান্ত হই,
আমাদের ভালবাসার কেউ নেই-
শকুনের জাত যেই হোক, ভালবাসতে জানে না।
১৭০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(1)
আলোচিত খবর
এলাকার খবর