সাতক্ষীরায় চার বাংলাদেশিকে বিজিবি'র কাছে হস্তান্তর করল বিএসএফ

বুধবার, ২৫ জুন, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে চার বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আন্তর্জাতিক সীমানা আইন মেনে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই চারজনকে বিজিবির কাছে তুলে দেয় বিএসএফ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। পরে মঙ্গলবার সকালে ভারতের আমুদিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। যাচাই-বাছাই শেষে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন তলুইগাছা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম। এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
হস্তান্তরপ্রাপ্তরা হলেন—সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের রেবেকা বেগম, একই এলাকার মোনায়েম হোসেন এবং খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের রানিমা খাতুন ও তার শিশু কন্যা আয়েশা খাতুন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানিয়েছেন, রাত ৮টার দিকে বিজিবি হস্তান্তর করা চার বাংলাদেশিকে থানায় নিয়ে আসে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
১৩৫ বার পড়া হয়েছে